টাইফুন কাজিকির আঘাতে ভিয়েতনামে নিহত ৩

টাইফুন কাজিকির আঘাতে ভিয়েতনামে নিহত ৩

26 August, 2025 | সময়: 2:11 pm

ভিয়েতনামের উত্তর ও মধ্যাঞ্চলে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে টাইফুন কাজিকি। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ঘূর্ণিঝড়টির আঘাতে অন্তত তিনজন নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।

সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ঝড়ে প্রায় ৭ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, পানিতে তলিয়ে গেছে ২৮ হাজার ৮০০ হেক্টর ফসলি জমি এবং উপড়ে গেছে অন্তত ১৮ হাজার গাছ। ঝড়ের তাণ্ডবে ৩৩১টি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় দেশটির কয়েকটি প্রদেশে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, রাজধানী হ্যানয়ের রাস্তাঘাটও পানিতে তলিয়ে গেছে। মঙ্গলবার সকালে সেখানে ভারী বর্ষণের প্রভাবে যান চলাচলে স্থবিরতা নেমে এসেছে।

দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার দুপুরে উত্তর-মধ্য উপকূলে ঘণ্টায় ১৩৩ কিলোমিটার পর্যন্ত গতিবেগ নিয়ে আঘাত হানার পর ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে মঙ্গলবার সকালে লাওসে প্রবেশ করেছে। তবে এখনো উত্তর ভিয়েতনামের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি হচ্ছে।

কোথাও কোথাও টানা ছয় ঘণ্টায় ১৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে, যার ফলে অঞ্চলগুলোতে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকি বাড়বে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।