ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের আজ ১-৩ গোলে মুন্সিপাড়া ওয়ারিয়র্স দিনাজপুরের জয়লাভ
ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের আজ ১-৩ গোলে মুন্সিপাড়া ওয়ারিয়র্স দিনাজপুরের জয়লাভ
দিনাজপুর সংবাদদাতা : ২৭ আগস্ট বুধবার মহারাজা স্কুল মাঠ প্রাঙ্গণে প্রতি বছরের ন্যায় এবারও ১০তম ৭নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ষষ্ঠ দিনে খেলতে নামে সৈয়দপুর ফুটবল কোচিং নীলফামারী বনাম মুন্সিপাড়া ওয়ারিয়র্স দিনাজপুর। সৈয়দপুর ফুটবল কোচিং নীলফামারীকে ১-৩ গোলে হারিয়ে মুন্সিপাড়া ওয়ারিয়র্স দিনাজপুর কোটায়ার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।
খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি এটিএন বাংলা ঢাকার সিইও আলী আহসান পরশ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এজিএম অগ্রণী ব্যাংক মোঃ মওলা বক্স, সাবেক খেলোয়ার মাহমুদুন নবী পলাশ ও এলাকার সমাজসেবক শফিক আহম্মেদ। খেলার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক, জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির অন্যতম সদস্য, সাবেক পৌরসভার প্যানেল চেয়ারম্যান রেহাতুল ইসলাম খোকা।
শুভেচ্ছা বক্তব্য রাখেন ফুটবল টুর্নামেন্ট উপ-কমিটির আহবায়ক সৈয়দ শপু আহমেদ ও সদস্য সচিব হুমায়ুন কবির আপেল। খেলার সার্বিক তত্ত্বাধায়নে ছিলেন রেজা চৌধুরী ও মোঃ নাসিম। প্রধান অতিথি এটিএন বাংলা ঢাকার সিইও আলী আহসান পরশ তার বক্তব্যে বলেন, পড়াশুনার পাশপাশি আমাদের সন্তানদের খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে।
নিয়মিত খেলা চর্চা করতে পারলে শরীর ও মন ভালো থাকে এবং মেধার বিকাশ ঘটে। খেলা পরিচালনা করেন রেফারী ওবায়দুর রহমান, মতিউর রহমান, মোস্তাফিকুর রহমান। টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক রেহাতুল ইসলাম খোকা বলেন, বাংলার ঐতিহ্যবাহী এবং এককালের জনপ্রিয় ফুটবল খেলাকে জাগ্রত করতে হলে প্রতিটি মহল্লায় মহল্লায় ক্লাবগুলোতে ফুটবলের চর্চা করতে হবে।
তাহলে এই খেলাকে আমরা ধরে রাখতে পারবো। খেলা শেষে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ছিলেন টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক, জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির অন্যতম সদস্য, সাবেক পৌরসভার প্যানেল চেয়ারম্যান রেহাতুল ইসলাম খোকাসহ সম্মানীত অতিথিবৃন্দ।
বৃহস্পতিবারে মাঠে নামবে পীরগঞ্জ ফুটবল একাদশ রংপুর বনাম সাইক স্পোর্টস বিরামপুর। প্রতিদিন খেলা শুরু হয় বিকাল ৪ ঘটিকায়।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।