স্ত্রীর সাফল্যে উচ্ছ্বসিত রণবীর, দীপিকাকে লিখলেন ‘হট মামা’

স্ত্রীর সাফল্যে উচ্ছ্বসিত রণবীর, দীপিকাকে লিখলেন ‘হট মামা’

4 September, 2025 | সময়: 12:40 pm

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন বিগত সময় ধরেই গ্লোবাল আইকনে পরিণত হয়েছেন। আন্তর্জাতিক শোবিজ অঙ্গনে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছেন। তার গ্লোবাল যাত্রায় আরেকটি মাইলফলক যুক্ত করলেন এ অভিনেত্রী। ‘এলভিএমএইচ প্রাইজ ২০২৫’–এর জুরি সদস্য হয়ে প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস গড়লেন তিনি।

ফ্যাশন দুনিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ এই বার্ষিক আয়োজনে বিশ্বের সৃজনশীল আইকনরা একত্রিত হন উদীয়মান প্রতিভাকে উদযাপন করতে।

গ্লোবাল এই আয়োজনে দীপিকা নজর কাড়েন লুই ভুঁতোঁ–এর এক অনন্য পোশাকে। তিনি বেছে নিয়েছিলেন হলুদ ও বাদামি শেডের বোল্ড অ্যাবস্ট্রাক্ট প্রিন্টে তৈরি একটি ওভারসাইজড সিল্ক শার্ট, যেটিতে ছিল কলারসহ গভীর নেকলাইন। এর সঙ্গে পরেন সোনালি রঙের মিনি স্কার্ট, যেটির লম্বা ফ্রিঞ্জ মেঝে ছুঁয়ে চলাফেরার সঙ্গে দোল খাচ্ছিল।

গহনাতেও তিনি রাখেন ভারসাম্যপূর্ণ সৌন্দর্য। কানে দেন ভারী সোনালি স্টাড কানের দুল, সঙ্গে স্লিক হাই হিল ও একটি কালো হ্যান্ডব্যাগ। চুল পরিপাটি করে খোপায় বাঁধা—তাতে ফুটে ওঠে প্যারিসিয়ান নান্দনিকতা, তবে রয়ে যায় তার স্বাক্ষরিত আধুনিক ঔজ্জ্বল্যও।

ইভেন্টের কিছু মুহূর্ত শেয়ার করে দীপিকা লিখেছেন, “সব বিজয়ীদের অভিনন্দন! তোমাদের জাদু দেখার জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না।”

ক্যারিয়ারের এই ঐতিহাসিক মুহূর্তে স্বামীর সমর্থনও পেয়েছেন দীপিকা। তার পোস্টে মন্তব্য করে রণবীর সিং মজা করে লিখেছেন— “হট মামা।” রণবীর সিংয়ের এই মন্তব্য পড়ে বেশ মজা পাচ্ছেন অনুরাগীরাও। কেউ কেউ বলছেন, দীপিকার সাফল্যে রণবীরের অবদানও কম নয়। সবসময় সে দীপিকার জন্য সাপোর্টিং ভূমিকা পালন করে।

কারো মতে, ফ্যাশন দুনিয়ায় রণবীর ও দীপিকা দুজনেই অনন্য। লুই ভুঁতোঁ–এর সঙ্গে দীপিকার দীর্ঘদিনের সম্পর্ক এবার নতুন মাত্রা যোগ করেছে ভারতীয় শোবিজে। ‘এলভিএমএইচ প্রাইজ ২০২৫’–এর জুরি বোর্ডে যোগ দিয়ে তিনি কেবল ফ্যাশন লেজেন্ডদের সঙ্গেই জায়গা করে নিলেন না, বরং ভারতকেও প্রতিনিধিত্ব করলেন সৃজনশীলতা ও উদ্ভাবনের এক বৈশ্বিক আসরে।

এই বছরের জুরিতে দীপিকার পাশাপাশি ছিলেন স্টেলা ম্যাকার্টনি, মার্ক জ্যাকবস, জোনাথন অ্যান্ডারসন, নিকোলাস ঘেসকিয়ের, ফিবি ফিলো, সিলভিয়া ভেনচুরিনি ফেন্ডি, নিগো ও ফ্যারেল উইলিয়ামস।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।