ঢাকায় ব্যবসায়ীকে নৃশংস হত্যার প্রতিবাদে রাজশাহী পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ
ঢাকায় ব্যবসায়ীকে নৃশংস হত্যার প্রতিবাদে রাজশাহী পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ
রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীকে পাথর দিয়ে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
শনিবার (১২ জুলাই) দুপুর ১২টা ২০ মিনিট থেকে ১২টা ৫০ মিনিট পর্যন্ত রাজশাহী রেলগেট এলাকায় এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের ক্যাম্পাস থেকে মিছিলটি শুরু হয়ে গৌরহাঙ্গা রেলগেট এলাকায় গিয়ে শেষ হয়।বিক্ষোভে উপস্থিত ছিলেন মেকানিক্যাল বিভাগের শিক্ষার্থী রাতুল ইসলাম ও মোহাম্মদ জিহাদ, ইলেকট্রনিক্স বিভাগের শিক্ষার্থী আরিফ এবং ইলেকট্রিক্যাল টেকনোলজি বিভাগের শেখ সাদী।বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানে মুখর করে তোলেন রাস্তাঘাট।
তাদের মুখে ছিল-‘চাঁদাবাজের ঠিকানা, এই বাংলায় হবে না’,‘রক্তে ভেজা আমার ভাই, খুনি তোমার রেহাই নাই’,‘লীগ গেছে যেই পথে, দল যাবে সেই পথে’,‘এক-দুই-তিন-চার, চাঁদাবাজ দেশছাড়’—বিভিন্ন স্লোগান।
পরে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘‘যদি প্রশাসন দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, তবে আবারও রক্তাক্ত জুলাই দেখতে হবে। দ্রুত হত্যাকারীদের আইনের আওতায় না আনলে জেল গেট ভেঙে জনগণই রাস্তায় নেমে বিচার করবে।
আমরা বাংলাদেশে আর কোনো অরাজকতা চাই না। আইনশৃঙ্খলা বাহিনীকে দেশের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানাই।’’
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।