নতুন রূপে ফিরলেন জনি ডেপ

ডিভোর্সের পর অনেকদিন পর হলিউড তারকা জনি ডেপকে অভিনয় করতে দেখা যায়নি। এবার দীর্ঘ বিরতির পরে নতুন রূপে সিনেমায় ফিরছেন বিশ্ববিখ্যাত এ অভিনেতা।


জনি ডেপের ফেরা নিয়ে ভ্যারাইটি লিখেছে, ডে ড্রিংকার সিনেমায় তাকে দেখা যাবে। প্রযোজনা প্রতিষ্ঠান লায়নগেট সম্প্রতি সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ করেছে। সেই লুকে দেখা যায়, কোট গায়ে একদমই নতুন লুকে এই অভিনেতা। মাথার চুল ও দাড়ি–গোঁফ সাদা। একটি ডেস্কের ওপর বাঁ হাত রাখা। ডান হাতে গ্লাস।


জানা যায়, রহস্যজনক এক চরিত্রে জনি ডেপকে দেখা যাবে, প্রেমিকাকে হারিয়ে যে নতুন করে জীবন শুরু করে। সেই সময় অপ্রত্যাশিত এক ঘটনায় সে অপরাধে জড়িয়ে পড়ে। থ্রিলার সিনেমাটি নির্মাণ করছেন ফাইভ হানড্রেড ডেজ অব সামার, স্নো হোয়াইটখ্যাত পরিচালক মার্ক ওয়েব। সিনেমাটির শুটিং হচ্ছে স্পেনে।

পরিচালক ওয়েব ভ্যারাইটিকে বলেন, ‘জনি ডেপ, পেনেলোপে ক্রুজদের মতো অসাধারণ জুটিকে নিয়ে শুটিং শুরু করতে পেরে আমি খুবই এক্সসাইটেড। সুন্দর একটি ইউনিট নিয়ে রোমাঞ্চে ভরপুর একটি গল্পের শুটিং করছি। এটা অসাধারণ মজার একটি গল্প হবে।’

Join our Facebook Group

২০১৬ সালে জনি ডেপের কাছ থেকে বিচ্ছেদ চেয়ে আবেদন করেন অ্যাম্বার হার্ড। এই ঘটনার জের ধরে অভিনয় থেকে দূরে ছিলেন জনি। দীর্ঘ প্রায় তিন বছর নতুন সিনেমায় নাম লেখাননি পাইরেটস অব দ্য ক্যারিবিয়ানখ্যাত তারকা।


Instagram Notice

সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম পেজটি ভিজিট করুন।

Post Comment