স্লিভলেস শাড়িতে মুগ্ধতা ছড়ালেন জেফার

গায়িকা হিসেবেই জনপ্রিয় জেফার রহমান। তবে তিনি এখন অভিনেত্রীও বটে। গান থেকে অভিনয়-শিল্পের এই দুই খাতেই পরিচিত এবং জনপ্রিয় এক মুখ জেফার। গুণী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘লাস্ট ডিফেন্ডার্স অব মনোগ‍ামী’-তে অভিনয় করে দর্শকমহলে দারুণ প্রশংসিত হয়েছিলেন। এই ঈদে ওটিটিতে মুক্তি পাওয়া শিহাব শাহীন পরিচালিত ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’-এ অভিনয় করে নতুন করে আলোচনায় এসেছেন।


পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও এ সংগীতশিল্পী বেশ সরব রয়েছেন। যেখানে ভক্ত-অনুরাগীদের মাঝে নিজের ভালো লাগা থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে শেয়ার করে থাকেন।


সম্প্রতি জেফার তার ভক্ত-অনুরাগীদের মাঝে কিছু ছবি শেয়ার করেছেন। যেখানে তিনি স্লিভলেস শাড়িতে ধরা দিয়েছেন। ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘নিয়ে যাবে কি আমায় দূরে কল্পনায়?’

এদিকে কমেন্ট বক্সে একজন জেফারের রূপের প্রশংসা করে লিখেছেন, ‘মাশাআল্লাহ আপু আপনাকে অনেক সুন্দর লাগছে।’ আরেকজনের কথায়, ‘শুভ নববর্ষ জেফার,পহেলা বৈশাখ এবং বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা।’

Join our Facebook Group

উল্লেখ্য, জেফার রহমান বাংলাদেশি প্রথম ইউটিউবভিত্তিক মিউজিশিয়ান। তরুণ প্রজন্মের কাছে সংগীতশিল্পী হিসেবে বেশ পরিচিত।


২০১০ সাল থেকে বিখ্যাত সব ইংরেজি গান কাভার করে শোরগোল ফেলে দেওয়া জেফার ধীরে ধীরে পৌঁছে গেছেন জনপ্রিয়তার শিখরে। বর্তমানে স্টেজ শো মানেই জেফারের গান। পাশাপাশি নিজে গান লেখেন ও সুর করেন। এছাড়া প্রযোজকও তিনি।

Instagram Notice

সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম পেজটি ভিজিট করুন।

Post Comment