সালমানের গাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকিদাতা আটক
বলিউড ভাইজান সালমান খানকে হুমকি দেওয়া যেন এখন ‘ডাল-ভাত’ হয়ে গেছে। প্রায় প্রতিটা দিনই এই সুপারস্টারের কাটে জীবনহানির শঙ্কায়।
এর মধ্যেই অভিনেতা পান নতুন হুমকি।
বোমা মেরে সালমানের গাড়ি উড়িয়ে দেবেন, তার আবাসনে হামলা চালাবেন বলে গত সোমবার হোয়াটসঅ্যাপে এক বার্তা পায় মুম্বাইয়ের ওরলি পরিবহন বিভাগের দপ্তর। এরপর থেকে খোঁজ শুরু করে পুলিশ। চব্বিশ ঘণ্টা অতিক্রান্ত হওয়ার আগেই সেই হুমকিদাতাকে আটক করে তারা।
সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৬টা নাগাদ গুজরাটের বডোদরা থেকে ২৬ বছর বয়সী এক যুবক হুমকি বার্তা পাঠান। সেখান থেকেই তাকে আটক করে পুলিশ।
হুমকি দেওয়া ওই যুবকের নাম ময়াঙ্ক পাণ্ড্য। হোয়াটসঅ্যাপের মাধ্যমেই এই বার্তা পাঠিয়েছিলেন যুবক। বেশ কিছু ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। ওই যুবকের নামে এফআইআর নথিভুক্ত করা হয়েছে।
এর আগে শনিবার এক জ্যোতিষী জানিয়েছেন, যতই কড়া নিরাপত্তাবেষ্টনীর মধ্যে থাকুন, চলতি বছরের শেষে প্রাণ নিয়ে টানাটানি হতে পারে সালমানের। নেপথ্যে তারই ঘনিষ্ঠজনরা!
জ্যোতিষীর মতে, নিরাপত্তারক্ষী কিংবা গৃহকর্মে সহায়করাই সালমানের শত্রু হয়ে উঠতে পারেন। তারাই হয়তো ফাঁস করে দিতে পারেন ভাইজানের নিরাপত্তাসংক্রান্ত গোপন তথ্য! তবে সেই বিপদও তিনি কাটিয়ে উঠবেন, আশ্বাস তার। তাহলে কি জ্যোতিষীর করা ভবিষ্যদ্বাণীই সত্যি হতে চলেছে?
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম পেজটি ভিজিট করুন।
Post Comment