বেশির ভাগ নায়কই এনগেজড বা বিবাহিত, প্রেম করব কীভাবে: দীঘি

ঢাকাই চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের নায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। ছোটবেলা থেকেই অভিনয়ের সঙ্গে জড়িত দীঘি। শিশুশিল্পী হিসেবে তিনটি ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ পেয়েছিলেন এই অভিনেত্রী।


তবে নায়িকা হিসেবে অভিষেকের পর খুব একটা সুবিধা করতে পারেননি। অনেকেই বলছেন দীগি এখনো পুরোদস্তুর নায়িকা। তবে সম্প্রতি ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘জংলি’ সিনেমায় অভিনয়ে করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন দীঘি। সিনেমাটি যেমন আবেগে ভাসিয়েছে, তেমনি অল্প সময়ের উপস্থিতিতে দর্শকনজর কেড়েছেন এ অভিনেত্রী।


সম্প্রতি এক অনুষ্ঠানে প্রেম ও ব্যক্তিগত অনুভূতি নিয়ে খোলামেলা আলোচনা করেছেন দীঘি। প্রশ্নোত্তর পর্বে কাজ করতে গিয়ে কারো প্রেমে পড়েছেন কখনো?

এমন প্রশ্নের জবাবে দীঘি বলেন, ‘প্রেম করব কীভাবে, সব নায়ক তো বিবাহিত! আমি যখনই কোনো সেটে যাই, দেখি বেশির ভাগ নায়কই এনগেজড বা বিবাহিত। এমনকি ইন- আ-রিলেশনশিপ স্ট্যাটাসে থাকা নায়কদের সঙ্গেই বেশি কাজ হয়েছে। তাই কাজ করতে গিয়ে এমন কিছু অনুভব করার সুযোগই হয়নি। আমি সবসময় নিজের ফোকাস কাজের ওপর রাখি। যাতে কোনো ব্যক্তিগত অনুভূতি শুটিং সেটে প্রভাব না ফেলে সেদিকে লক্ষ্য রাখি।’

Join our Facebook Group

Instagram Notice

সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম পেজটি ভিজিট করুন।

Post Comment