৩ বছর পর আবারও ‘ঢাকা রক ফেস্ট’

ব্যান্ড সংগীতপ্রেমীদের কাছে ‘ঢাকা রক ফেস্ট’-এর রয়েছে আলাদা আবেদন। তারুণ্যের উন্মাদনায় বাড়তি মাত্রা যোগ করে এই সংগীত আয়োজন।


তিন বছর পর আবারও শুরু হচ্ছে দেশীয় ব্যান্ডসংগীতপ্রেমীদের অন্যতম বড় এই আয়োজন। সর্বশেষ ২০২২ সালের ডিসেম্বরে আয়োজিত হয়েছিল এটি।


বিষয়টি নিশ্চিত করেছেন আয়োজক স্কাই ট্র্যাকার প্রতিষ্ঠানটির নির্বাহী দোজা এলান।

তিনি গণমাধ্যমকে বলেন, ‘ঢাকা রক ফেষ্ট নিয়ে শ্রোতাদের বরারবরই তুমুল আগ্রহ। ইতোমধ্যে পরবর্তী আসরের জন্য প্রস্তুতি শুরু করেছি।শিগগিরই ‘ঢাকা রক ফেস্ট ৪.০’-এর বিস্তারিত তথ্যসমেত আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। বরাবরের মতোই এই আসরে দেশীয় ব্যান্ডদলগুলোই অংশ নেবে। আশা করছি, এবারও সফল আয়োজন শ্রোতাদের উপহার দিতো পারবো।’

Join our Facebook Group

বলা প্রয়োজন, সর্বশেষ ২০২২-এ আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) এক্সপো জোনে অনুষ্ঠিত হয়েছিল রক উৎসব। সে বছর দুই দিনব্যাপী ওই কনসার্টে ৩২টি ব্যান্ড অংশ নিয়েছিল।


উল্লেখ্য, নির্দিষ্ট তারিখ ঘোষণা না হলেও আয়োজক স্কাই ট্র্যাকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মে মাসেই বসবে এ জমকালো আসর। এমনকি, প্রতিষ্ঠানটির ফেসবুক পেজ থেকেও এবারের আসরের ঘোষণা দেওয়া হয়েছে।

Instagram Notice

সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম পেজটি ভিজিট করুন।

Post Comment