বীরগঞ্জে ড্রেনের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো ইউএনও তানভীর আহমেদ

বীরগঞ্জ, দিনাজপুর: দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভা এলাকায় ড্রেনের উপর অবৈধভাবে দোকানপাট বসায় যানজট সৃষ্টিসহ হওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।


১৬ এপ্রিল (বুধবার) বিকালে বীরগঞ্জ পৌর শহরের দৈনিক বাজারে বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।


অবৈধ স্থাপনা নির্মাণ করে অবাধে ব্যবসা করে যাচ্ছে তাই অবৈধ স্থাপনাগুলি উচ্ছেদ করেন এবং বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ দেন।‎ এ সময় সরকারি সার্ভেয়ার আবুল কাশেম উপস্থিত ছিলেন।

‎এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ বলেন, মাস্টার ড্রেন, বিভিন্ন রাস্তা ও ড্রেনের ওপর অস্থায়ী এবং অবৈধভাবে নির্মিত বিভিন্ন স্থাপনা দোকানপাট এবং নির্মাণ সামগ্রী রাখার ফলে রাস্তা সংকোচিত হয়েছে।

Join our Facebook Group

ফলে পৌরসভার বাস্তবায়িত ও চলমান উন্নয়নমূলক কাজ ব্যাহত হচ্ছে এবং জনসাধারণ ও যানবাহন চলাচলের সমস্যা হচ্ছে। তিনি আরও বলেন, পৌর নাগরিক ও বিভিন্ন স্থান হতে আগত জনসাধারণ দুর্ঘটনার স্বীকার হচ্ছে।


জনস্বার্থেই অবৈধ ভাবে গড়ে ওঠা স্থাপনা দোকানপাট এবং নির্মাণ সামগ্রী নিজ দায়িত্ব অপসারণের জন্য অনুরোধের মাইকিং করে প্রচার করা হচ্ছে।

Instagram Notice

সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম পেজটি ভিজিট করুন।

Post Comment