ঘোড়াঘাটে দিন-দুপুরে বাড়ির সামনে থেকে মোটরসাইকেল চুরি

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে দিন- দুপুরে নিজ বাড়ির সামনে থেকে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।


১৬ এপ্রিল (বুধবার) দুপুর ১২ টায় উপজেলার ২নং পালশা ইউনিয়নের পুড়ইল (মোল্লাভাগ) গ্রামের মৃত মকবুল হোসেন প্রধানের বড় ছেলে মোস্তাফিজুর রহমান প্রধানের একটি হিরো ডিলাক্স হুন্ডা ১০০ সিসি মোটরসাইকেল চুরি হয়েছে।


মোস্তাফিজুর রহমান প্রধান ডুগডুগীহাটের একজন হোটেল মালিক। তিনি বলেন, কিছু সময়ের জন্য বিশেষ কাজে বাড়ি যাই এবং মোটরসাইকেলটি বাড়ির বাহির আঙিনায় রেখে ভিতরে প্রবেশ করি।

১৫ মিমিটের ব্যবধানে বাইরে এসে দেখি আমার মোটরসাইকেলটি সেখানে নেই। বহু খোঁজাখোঁজির পর মোটরসাইকেলটি আর খুঁজে পাওয়া যায়নি।

Join our Facebook Group

শেষ খবর পাওয়া পর্যম্ত থানায় জিডি করার পরিকল্পনা চলছে বলে জানা গেছে।


Instagram Notice

সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম পেজটি ভিজিট করুন।

Post Comment