দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সংস্কারকাজ শুরু

ঘোড়াঘাট, দিনাজপুর: দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সংস্কারকাজ শুরু করেছে দিনাজপুর সড়ক ও জনপথ কর্তৃপক্ষ। আজ বুধবার সকাল থেকে এ কাজ শুরু হয়।


এর আগে গত রোববার দুপুরে দিনাজপুর দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক আতাউর রহমান সরকারের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ তদন্তে আসে। গত ২৩ মার্চ দৈনিক আজকের পত্রিকায় “মহাসড়কজুড়ে ‘আলপথ’, ঝুঁকি নিয়ে চলছে গাড়ি” শিরোনামে এ–সংক্রান্ত একটি সংবাদ প্রকাশিত হয়।


সরেজমিনে দেখা গেছে, আজ দুপুরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থান দেবে গিয়ে সৃষ্টি হওয়া উঁচু জায়গাগুলো একটি মেশিন দিয়ে ভেঙে সমান করে নতুন করে সেগুলোতে পিচ ঢালাই দেওয়া হচ্ছে। এসব কাজ করছেন সড়ক ও জনপথের শ্রমিকেরা।

সংস্কার টিমের সঙ্গে আসা দিনাজপুর সড়ক ও জনপদের উপসহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের যেসব স্থানে সমস্যা দেখা দিয়েছে, তা সংস্কার করা হচ্ছে। আমরা বর্তমানে বিরামপুর অংশে কাজ করছি। পর্যায়ক্রমে পুরো সড়কের সমস্যাগুলোর সংস্কারকাজ করব।’

Join our Facebook Group

দিনাজপুর সড়ক ও জনপথের উপবিভাগীয় প্রকৌশলী (ফুলবাড়ী সড়ক উপবিভাগ ও দিনাজপুর সড়ক উপবিভাগ) আমানুল্লাহ আমান বলেন, যেহেতু সড়কটির নির্মাণকাজ শেষে হওয়ার পর ঠিকাদারি প্রতিষ্ঠানের মেয়াদ শেষ হয়েছে, তাই সড়কের যে স্থানগুলোতে সমস্যা হয়েছে, সেখানে রিপেয়ার কাজ শুরু করা হয়েছে। যাতে নির্বিঘ্নে যানবাহন চলাচল করতে পারে, সেদিক লক্ষ্য রেখে দিনাজপুর-গোবিন্দগঞ্জ পর্যন্ত যেসব স্থানে সমস্যা রয়েছে, পর্যায়ক্রমে সেই জায়গাগুলোতে সংস্কার করা হবে।


Instagram Notice

সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম পেজটি ভিজিট করুন।

Post Comment